প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শাহীন মাহমুদ রাসেল

কক্সবাজার প্রতিনিধি

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাদু, সম্পাদক রেজা

   
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, ১৯ নভেম্বর ২০২২

ছবি - প্রতিনিধি

সাদা কাপড় পড়ে অবরোধ শ্লোগানে সহ নানা উত্তেজনার পর বিনা কাউন্সিলে ঘোষণা করা হল কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের কমিটি। এতে মাহামুদুল করিম মাদু কে সভাপতি এবং এডভোকেট রেজাউর রহমান রেজাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এ ঘোষণা দেন। একই সঙ্গে সাধারণ সম্পাদক প্রার্থী জসীম উদ্দিন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও ঘোষণা দেয়া হয়।

শনিবার দুপুরে কক্সবাজার পৌর প্রিপ্যারাটরি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। কিন্তু কাউন্সিল অধিবেশন না হওয়ায় ভোটের দাবি শ্লোগান শুরু করে সমর্থকরা। এক পর্যায়ে কেন্দ্রিয় নেতা সহ জেলা নেতৃবৃন্দ আছেন লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে। ওখানে সাদা কাপড় পড়ে ভোট দেয়ার দাবিতে সড়কে শুয়ে যান অনেকেই। পরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও সদরের প্রার্থী জসীম উদ্দিন বুঝিয়ে নেতা-কর্মীদের সরিয়ে নেন।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: