বাল্যবিবাহে পুলিশের হানা, পালিয়ে গেলো বর

ছবি - সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজিমিজি এলাকায় পুলিশের হস্তক্ষেপে এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ১৩ বছরের ওই কিশোরীর বিয়ে না দিতে অভিভাবকদের নির্দেশ দিয়েছে পুলিশ। শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধায় সিদ্ধিরগঞ্জে মিজিমিজি নাসিক ২নং ওয়ার্ড আব্দুল আলীর পুল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জে মিজিমিজি নাসিক ২নং ওয়ার্ড আব্দুল আলীর পুল এলাকায় শাহ আলমের কিশোরী মেয়ের বিয়ের আয়োজন চলছিলো। এলাকাবসী বিষটি জানতে পেরে বাল্য বিবাহ বন্ধ করতে পুলিশকে অবগত করেন।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিপন ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে বরপক্ষ সটকে পড়ে। পরে তিনি কনে পক্ষের কথা শোনেন ও এ বিয়ে বন্ধ রাখতে নির্দেশ দেন। মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য বলেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমার এর সত্যতা নিশ্চিত করেছেন।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: