প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

প্রাইভেটকারে গরু চুরি, পালাতে গিয়ে ধরা

   
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, ২০ নভেম্বর ২০২২

ফাইল ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দিনেদুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর জুয়েলকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ সময় চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জ্বালিয়ে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের মাহাতা পাঠানিকোটা এলাকায় এ ঘটনা ঘটে। আটক জুয়েল পটিয়া উপজেলার চরখানাই গ্রামের বাসিন্দা। এ সময় পালিয়েছেন বাবুল এবং নুরুল আবছার।

স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম বলেন, পাঠানিকোটা বিশ্বাসবাড়ির প্রদীপ বিশ্বাসের গরু চুরি করে নিয়ে যাওয়ার কথা শুনে আমরা প্রাইভেটকারটি ধাওয়া করি। পরে কালীগঞ্জ রোডে গিয়ে কারটির নাগাল পায় জনতা। এ সময় এক চোরকে ধরা সম্ভব হলেও পারিয়েছেন চালকসহ আরো দুইজন।

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, পরৈকোড়াতে চোরাই কাজে ব্যবহৃত গাড়িতে স্থানীয়রা আগুন লাগিয়ে দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি মীর্জা মোহাম্মদ হাসান। তিনি বলেন, গরু চোরসহ গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

ইমদাদ/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: