প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শাহাদুল ইসলাম সাজু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে বোনকে রেখে বাড়ি ফেরা হলো না রবিউলের

   
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ২০ নভেম্বর ২০২২

ছোট বোনকে রেখে আর বাড়ি ফেরা হলো না রবিউল ইসলামের। রবিবার সকালে জয়পুরহাট সদর উপজেলার হানাইল এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে নিহত হন তিনি। রবিউল ইসলাম (৩৮) জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের আশরাফ আলীর ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে জয়পুরহাটে ছোট বোনকে তার কর্মস্থলে রেখে রবিউল ইসলাম মোটরসাইকেল নিয়ে জয়পুরহাট থেকে তার নিজ বাড়িতে ফিরছিলেন।

এ সময় হানাইল- পাঁচুরচক রাস্তায় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে ডোবায় পড়ে যায়। রবিউলকে মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: