ভাঙ্গায় ড্রেজার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানা

ফরিদপুরের ভাঙ্গায় এক ড্রেজার ব্যবসায়ী কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেছেন। রবিবার (২০ নভেম্বর) সকাল ১০ টার সময় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের জোয়ারিয়া বিলের থেকে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আব্দুর রব মুন্সীর ছেলে মতি মুন্সী কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলগী ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধ ভাবে ড্রেজার মেশিন স্থাপন করে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এই চক্রের সদস্যরা বিভিন্ন সময়ে জরিমানার সম্মুখীন হয় প্রশাসনের নজর ফাঁকি দিতে এরা দিনের পরিবর্তে রাতের বেলায় ড্রেজার মেশিন চালিয়ে বালু উত্তোলন করে।
ভাঙ্গা উপজেলা নাগরিক সমাজের দাবি দিনের পাশাপাশি রাতের বেলা অভিযান পরিচালনা করা এবং জেল জরিমানার পরিমান বৃদ্ধি করতে পারলে অনেকাংশে কমে আসবে এসব অবৈধ ড্রেজার।
প্রসঙ্গত প্রসাশনের কিছু কর্মচারী ও স্থানীয় সাংবাদিকদের যোগসাজশে ভাঙ্গা অবৈধ ড্রেজার রমরমা ব্যবসা চলে আসছিল। এবারের এই জেল জরিমানা অবৈধ এসব ড্রেজার ব্যবসা বন্ধে অনেক বড় ভূমিকা রাখবে।
এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান বলেন, আমদের কাছে তথ্য আসে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা এলাকার জোয়ারিয়া বিলে মতি মুন্সী অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিলেন। মহামান্য হাইকোর্টের নির্দেশ রয়েছে এই বিষয়ে। তিনি আরো বলেন, মুতি মুন্সী পিতা আব্দুর রব মুন্সী কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনে ১৫(১) অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: