কপোতাক্ষ নদের উপর অনতিবিলম্বে ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

ইমরান হোসেন, সাতক্ষীরা থেকে: দক্ষিণ খুলনার বাণিজ্য নগরী কপিলমুনি-তালার কানাইদিয়া কপোতাক্ষ নদের উপর অনতিবিলম্বে ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় তালার জালালপুর ইউনিয়ন বাসীর আয়োজনে কানাইদিয়া খেয়াঘাট প্রান্তে দুই ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইউপি সদস্য শেখ আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু। মাষ্টার আজিজুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আনন্দ কুমার পাল, ইউপি সদস্য আমজাদ হোসেন, মাওলানা আব্দুস সোবহান, হাফেজ রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ দিনের প্রাণের দাবি তালার কানাইদিয়া কপিলমুনি সংযোগ সেতু চাই। জালালুপুরের ১০টি গ্রামের কৃষকের শস্য বিক্রি হয় কপিলমুনি, এ অঞ্চলের অনেক ছেলে মেয়ে কপিলমুনি স্কুলে লেখা পড়া করে, জরুরি অবস্থায় রোগীদের কপিলমুনি হাসপাতালে নিয়ে যেতে হয়, কিন্ত এই নড়বড়ে বাঁশের সেতু দিয়ে নিয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ।
ব্রীজটি এখন সময়ের দাবি হয়ে পড়েছে। বক্তারা ব্রীজটি দ্রুত নির্মাণের দাবিতে সংসদ সদস্য, প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: