প্রেম থেকে সম্পর্ক, প্রেমিকাকে দেখে পালাল হৃদয়

টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী। এ সময় প্রেমিকার উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিক হৃদয় (২২)। আজ রোববার (২০ নভেম্বর) পৌরসভা মসিন্দা গ্রামে ওই তরুণী অনশন করেন।
অভিযুক্ত প্রেমিকের নাম হৃদয় হোসেন। সে কালিহাতী উপজেলার মসিন্দা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে হৃদয় হোসেন।ভুক্তভোগী তরুণী জানান, প্রায় দুই বছর আগে হৃদয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে আমাদের প্রেমের সম্পর্ক রূপ নেয় শারীরিক সম্পর্কে। কয়েকদিন আগে হৃদয়কে বিয়ের জন্য চাপ দেই। কিন্তু হৃদয় বিয়েতে রাজি না হয়ে, নানা টালবাহানা শুরু করে। পরে যোগাযোগ বন্ধ করে দেয়। এ কারণে রোববার দুপুর থেকে হৃদয়ের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করি।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ভুক্তভোগী তরুণী বিয়ের দাবিতে হৃদয় হোসেনের বাড়িতে অবস্থান করেন। পরে বাড়ির লোকজন তাকে মারধর করে বাড়ির গেট বন্ধ করে দেয়। পরবর্তীতে গেটের সামনেই অনশন চালিয়ে যেতে থাকেন তিনি। এ সময় ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হজাঅভিযুক্ত হৃদয় হোসেন ও তার বাবা হাবিবুর রহমান বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দুপুরে ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
নিবন্ধন নং- ৩২
© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]
পাঠকের মন্তব্য: