শক্তিশালী একাদশ নিয়ে ইরানের বিপক্ষে মাঠে ইংল্যান্ড

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ০৭:১৫ পিএম

৫৬ বছরের আক্ষেপ দূর করতে কাতার বিশ্বকাপের মঞ্চে ইরানরে বিপক্ষে আজ মাঠে নেমেছে ইংল্যান্ড। বিশ্বকাপের ‘বি’ গ্রুপে রয়েছে ইরান, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং ওয়েলস। নিজেদের প্রথম ম্যাচেই আজ মাঠে নামছে দল চারটি।

প্রতিপক্ষ রান হলেও শক্তিশালী একাদশই গঠন করেছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। ইরানের বিপক্ষে সাউদগেট ৪-২-৩-১ ফরমেশন নিয়ে নিজের দলকে সাজিয়েছেন। স্ট্রাইকার হিসেবে ইংলিশদের নেতৃত্ব দেবেন তারকা ফুটবলার হ্যারি কেইন। তিনি খেলবেন নাম্বার নাইন হিসেবে। তার পেছনে থাকছেন ম্যাসন মাউন্ড, রহিম স্টার্লিং এবং বুকাইয়ো সাকা।

সে তুলনায় ইরানও কম শক্তিশালী নয়। তারাও সেরা একাদশ নিয়ে মাঠে নামছে। ফরমেশন কিছুটা রক্ষণাত্মক। তবে মিডফিল্ডটা দখলে রাখতে চায় তারা। এ কারণে ইরান কোচের ফরমেশনটা হলো ৪-৫-১।

ইংল্যান্ড একাদশ : ফরমেশন (৪-২-৩-১)

জর্ডান পিকফোর্ড, হ্যারি ম্যাগুইরে, জন স্টোনস, লুক শ, কিয়েরান ত্রিপিয়ার, ম্যাসন মাউন্ট, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, রাহিম স্টার্লিং, বুকায়ো শাকা।

ইরান একাদশ: ফরমেশন (৪-৫-১)

আলিরেজা বেইরানভান্ড, মাজিদ হুসেইনি, রুজবেহ চেশমি, মিলাদ মোহাম্মদি, সাদেঘ মোহাররামি, এহসান হাজসাফি, আহমদ নুরুল্লাহ, মোর্তেজা পৌরালিগাঞ্জি, আলি করিমি, আলিরেজা জাহানবক্স, মেহেদী তারেমি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: