বাংলাদেশে সহ-অভিনেতাকে চড় মারলেন নোরা ফাতেহি

                       
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, ২২ নভেম্বর ২০২২

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি। বাংলাদেশে একটি শুটিং করার সময় সহ-অভিনেতাকে চড় মেরেছিলেন বলে সম্প্রতি জানিয়েছেন এ অভিনেত্রী। সোমবার (২১ নভেম্বর) ‘দ্য কপিল শর্মা শো’তে আয়ুষ্মান খুরানার সঙ্গে নিজের নতুন সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারণায় এসেছিলেন নোরা। ওই শোতেই ঘটনাটি প্রকাশ করেন তিনি। শুধু তাই নয়, ওই অভিনেতার সঙ্গে ঝগড়ায় জড়ানোর কথাও জানান ‘দিলবার’ খ্যাত এ নায়িকা।

শোতে কপিলের সঙ্গে আলাপকালে নোরা বলেন, বাংলাদেশে একটি শুটিং করার সময় এক সহ-অভিনেতা আমার সঙ্গে খারাপ আচরণ করায় তাকে আমি চড় মেরেছিলাম। তখন সেও আমাকে পাল্টা চড় মাড়ে। তিনি আরও জানান, আমি পুনরায় তাকে চড় মারলে সে আমার চুল টেনে ধরেছিল। আর এতেই বিশাল যুদ্ধ বেঁধে যায়। পরে পরিচালক এসে সে ঝগড়া থামায়। তবে কবে তার সঙ্গে এই ঘটনা ঘটেছিল, আর কার সঙ্গেই বা ঝগড়া হয়েছিল, তিনি বাংলাদেশি না ভারতীয়, সেটা প্রকাশ করেননি নোরা।

উল্লেখ্য, সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে বাংলাদেশ ঘুরে যান নোরা ফাতেহি। তবে এর আগেও একবার তিনি বাংলাদেশে এসেছিলেন তিনি। এবারের অনুষ্ঠানে এসে নোরা জানান, দ্বিতীয়বারের মতো ঢাকায় এসে আপনাদের ভালোবাসায় আমি ভীষণ আনন্দিত। তাই আমি বারবার বাংলাদেশে আসতে চাই। খবর: টাইমস অব ইন্ডিয়া।

ইমদাদ/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]