স্কুল ছাত্রীর শ্লীলতাহানির ভিডিও ফেসবুকে, দুই কিশোর গ্রেপ্তার

বগুড়ায় স্কুল ছাত্রীর শ্লীলতাহানির আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিবাগত রাত দেড়টার পর পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তার দুই কিশোরের বয়স ১৬ ও ১৩ বছর। এরমধ্যে ১৬ বছর বয়সী কিশোরকে সিরাজগঞ্জের কাজিপুর ও ১৩ বছর বয়সী কিশোরকে বগুড়ার গাবতলী থেকে গ্রেপ্তার করা হয়। তাদের উভয়ের বাড়িই বগুড়ার ধুনট উপজেলায়।
র্যাব-১২ বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নভেম্বর মাসের ৮ তারিখ ধুনট উপজেলার স্থানীয় এক বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ১৬ বছর বয়সী কিশোর এ ঘটনা ঘটায় এবং তার সহযোগী ১৩ বছর বয়সী ওই কিশোর শ্লীলতাহানির ভিডিও ধারণ করে৷ পরবর্তীতে তারা আপত্তিকর এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে দেয়। এ ঘটনা স্থানীয়ভাবে জানাজানি হলে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবা ১৫ নভেম্বর গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাব-১২ বগুড়া বিজ্ঞপ্তিতে আরও জানায়, গ্রেপ্তার দু’জন শ্লীলতাহানি ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে দেওয়ার ঘটনায় নিজেদের সর্ম্পৃক্ততা স্বীকার করেছে।
র্যাব-১২ বগুড়া কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) তৌহিদুল মবিন খান জানান, দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ধুনট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ office.bd24live[email protected]

পাঠকের মন্তব্য: