প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

প্রথমার্ধে আর্জেন্টিনার ৩টি গোল বাতিল

   
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ২২ নভেম্বর ২০২২

ছবি - সংগৃহীত

সুযোগটি ২০১৮ বিশ্বকাপের প্রথম ম্যাচেও এসেছিল, লিওনেল মেসি সেই পেনাল্টিটি কাজে লাগাতে পেরেছিলেন না। তাই আজ যখন ২০২২ কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে পেনাল্টি পেল আর্জেন্টিনা, তখন হয়তো আলবিসেলেস্তেদের মন একটু ধুকপুকই করছিল। তবে মেসি এবার কোনো ভুল করেননি। গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে করলেন গোল। আর্জেন্টিনা পেয়ে গেল তাদের প্রথম গোল।

প্রথমার্ধে তেমন কোনো আক্রমণ করতে পারেনি সৌদি আরব। উল্টো ম্যাচের ২২ মিনিটে মেসি ও ২৭ মিনিটে লাওতারো মার্টিনেজ বল পাঠান সৌদির পোস্টে। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় দুটি গোলই! এরপর থেকে যেন গোলটা রীতিমতো লুকোচুরিই খেলছে আকাশী-সাদাদের সঙ্গে।

এর কিছুক্ষণ পর আবারো সৌদি জালে বল জড়ান মেসিরা, এটিও অফসাডেই ফাদে পড়ে বাতিল হয়। এরপর একাধিক সুযোগ পেয়েছিলো মেসিরা তবে সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধ খেলা শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে মেসিরা।

এক নজরে আর্জেন্টিনা একাদশ- এমি মার্টিনেজ, মলিনা, রোমেরো, অটামেন্ডি, টালিয়াফিকো, ডি পল, পারেদেস, পাপু গোমেজ, মেসি, লাওতারো, ডি মারিয়া।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: