প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শেখ রাজেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রদল নেতা গ্রেফতার

   
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ২২ নভেম্বর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ইয়াছিন মাহমুদ (২৫) নামের এক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে ওই ছাত্রনেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর পরিবার ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে। আটক ইয়াছিন মাহমুদ নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, ওই ছাত্রদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাদের দুজনের পৈতৃক বাড়ি একই ইউনিয়নে। সোমবার রাত ১১টার দিকে গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামে ওই নারীর বাবার বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় তাকে গ্রামবাসী আটক করে। পরে পুলিশকে খবর দিলে তাকে থানায় নিয়ে আসে।

এই বিষয়ে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, ছাত্রদল নেতা আটকের ঘটনা আজ মঙ্গলবার দুপুরে ওই নারীর পরিবার থেকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দিয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক ফুজায়েল চৌধুরী বলেন, ইয়াছিন মাহমুদ নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক। যদি সে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হবে বা শৃঙ্খলা ভঙ্গ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: