প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

এম. সুরুজ্জামান

শেরপুর প্রতিনিধি

নালিতাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

   
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ২২ নভেম্বর ২০২২

‘এক ইঞ্চি জমিও যাতে অনাবাদী না থাকে’ প্রধানমন্ত্রীর এই ঘোষনাকে ধারণ করে শেরপুরের নালিতাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে মরিচপুরান ইউনিয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষি অফিস সুত্রে জানা গেছে, কৃষি সমাবেশে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার মো. আলমগীর কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচ এম. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আবদুস সবুর, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, সাবেক চেয়ারম্যান শফিক আহামেদ ও কৃষক হাবিবুর রহমান বক্তব্য রাখেন। সমাবেশ শেষে ৫০ জন কৃষকদের মাঝে ১ কেজি করে সবজি বীজ, ফেরোমিন বোতল ও সার বিতরণ করা হয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: