প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

আর্জেন্টিনাকে হারানোয় বুধবার সৌদি আরবে সাধারণ ছুটির ঘোষণা

   
প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, ২৩ নভেম্বর ২০২২

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপেক্ষে জয় লাভ করেছে সৌদি এরাবিয়ানরা। মেসিদের বিপক্ষে যেকানে বড় বড় দলগুলো জয় লাভ করতে হিমসিম লাগে। সেখানে সৌদি আরবের জয় লাভ করাটা স্বপ্নেরও বাইরে। কী অসাধারণ পারফরম্যান্স! আর কী অসাধারণ গতি! ৪৮ থেকে ৫৩- এই ৫ মিনিটের গতির ঝড়েই আর্জেন্টিনাকে এলোমেলো করে দিয়েছে।

এরপর গোলরক্ষক আল ওয়াইজের অসাধারণ কৃতিত্ব। দুর্দান্ত সাহসী এই গোলরক্ষক নিশ্চিত ৫টি গোল থেকে বাঁচিয়েছেন সৌদি আরবকে। শেষ বাঁশি বাজার পর জয়ী দলটির নাম সৌদি আরব। ২-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে অঘটন সৃষ্টি করলো সৌদি আরব।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শে জাতীয় দলের বিজয় উদযাপন উপলক্ষে বুধবার সাধারণ ছুটির অনুমোদন দিয়েছেন বাদশাহ সালমান। এদিন দেশটির সব সরকারি ও বেসরকারি অফিস এবং সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফিফা র‌্যাংকিংয়ে তিন নম্বরে থাকা আর্জেন্টিনাকে ৫১তম অবস্থানে থাকা সৌদি আরব মঙ্গলবার প্রথম ম্যাচে ২-১ গোলে পরাজিত করেছে। সৌদি আরবের জন্য এ জয় ছিল রীতিমতো অবিশ্বাস্য ও কল্পনাতীত।

তুহিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: