ফুটবল খেলা শেষে ছাত্রলীগের ওপর ককটেল নিক্ষেপ

ছবি: সংগৃহীত
নওগাঁ শহরের আস্তান মোল্লা ডিগ্রি কলেজের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ওই কলেজের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। আহত ব্যক্তির নাম মোশারফ হোসেন শান্ত। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সরকারি কলেজ মাঠে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের খেলা দেখে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় কলেজ ছাত্রলীগের ২৫ থেকে ২৬ জন নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে কেডির মোড় হয়ে শহরের সরিষা হাটির মোড় দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। পরে আস্তান মোল্লা কলেজের সামনের রাস্তায় পৌঁছালে ৫ থেকে ৬ জন কলেজের পূর্ব দিকে থেকে কয়েকটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোশারফ হোসেন শান্ত আহত হন। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী জানান, মঙ্গলবার রাতে ফুটবল খেলা দেখে ১২টি মোটরসাইকেল করে সরকারি কলেজ ছাত্রলীগের ২৫ থেকে ২৬ জন নেতাকর্মী আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, মঙ্গলবার রাতে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। এ সময় একজন আহত হয়েছেন। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইমদাদ/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: