ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ১০:১০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা’ সূর্য সেন হল শাখা ছাত্রলীগের ২২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে সাড়ে দশটায় হলটির সভাপতি মারিয়াম জামান সোহান ও সাধারণ সম্পাদক সিয়াম রহমানের সুপারিশক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

২২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৫১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ১৫ জন এবং সাংগঠনিক সম্পাদক ১৫ জন। অন্যদিকে কমিটিতে সম্পাদক হলেন ৩০ জন, উপ-সম্পাদক ৭৮ জন, সহ-সম্পাদক ১৮ জন এবং সদস্য ১২ জন।

ওই কমিটিতে ১নং সহ-সভাপতি হয়ছেন মুনতাসির মামুন রিফাত, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন তানভীর আহমেদ স্বাধীন ও ১নং সাংগঠনিক সম্পাদক হলেন আব্দুল্লাহ খান শৈশব। উক্ত কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল মোল্লা ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজিন কবির অন্তু।

মাস্টার দা’ সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান বলেন, মেধাবী-ত্যাগী ও পরিশ্রমীদের মূল্যায়ন করা হয়েছে। সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন, আশা করি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে নিউক্লিয়াস খ্যাত ছাত্রলীগের এ শক্তিশালী ইউনিটটি সেখানেও মূল্যায়িত হবে। সেই কমিটিতে আসা সকলে দেশরত্ন শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়নে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাবেন।

হল শাখা ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান সোহান অভিনন্দন জানিয়ে বলেন, কমিটির সকল মুজিব সৈনিক নৌকার ম্যান্ডেট ও দেশরত্ন শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়নে সর্বদা অগ্রভাগে থেকে রাজপথে নেতৃত্ব দিতে বদ্ধ পরিকর থাকবে বলে প্রত্যাশা রাখি।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন তৎকালীন ছাত্রলীগ নেতৃত্ব। পরের বছরের ১৭ নভেম্বর হল কমিটিগুলো পূর্ণাঙ্গ করা হয়। ২০১৮ সালের ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন হলে এই কমিটিগুলো ভেঙে যায়।

নানা চলতি বছরের ৩০ জানুয়ারি জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৮টি হল সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২ ফেব্রুয়ারি নতুন কমিটি পায় হলগুলো। ওই সময় বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা’ সূর্য সেন হল শাখা ছাত্রলীগে মারিয়াম জামান সোহানকে সভাপতি ও সিয়াম রহমানকে সাধারণ সম্পাদক করে এ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: