জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনা পূর্বপরিকল্পিত: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবাদকে শুধু বাংলাদেশে নয় বৈশ্বিক সমস্যা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আদালত পাড়ার জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনা পূর্বপরিকল্পিত। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
এ সময় আসাদুজ্জামান খান কামাল হুশিয়ারী দিয়ে বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নিরাপাত্তা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে। মন্ত্রী বলেন, বিএনপি ১০ তারিখকে ঘিরে যে হুঙ্কার দিচ্ছে, তাতে কোনো কাজ হবে না। কারণ, আওয়ামী লীগ সবসময় জনগণের শক্তিতে চলে। সেজন্যই আমরা নির্বাচনে বিশ্বাস করি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, যারা ষড়যন্ত্রে বিশ্বাস করে, বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসে—তারা সব সময়ই একের পর এক ষড়যন্ত্র করে আসছে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি ঢাকায় গণজমায়েত হয়ে এক দফা এক দাবি দিয়ে ক্ষমতা দখল করবে, ঢাকা দখল করবে। এমনটাই তারা বলে আসছে। ১০ তারিখে গণজমায়েতের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে, আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবে।’
নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান, শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান প্রমুখ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: