পাবনায় শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপার সচেতনতামূলক কর্মশালা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৫:৪৪ পিএম

পাবনায় শিক্ষার্থীদের নিরাপদ রাস্তা পারাপার নিশ্চিতে সড়ক সচেতনতা ও নিরাপত্তা উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাবনা সদর উপজেলার মনোহরপুরে ব্র্যাক স্কুলে বুধবার সকালে বেসরকারি সংগঠন ইয়োলো ল্যাম্পের হলুদ মই প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম। এ সময়ে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা মিতা পারভিন, পাবনার ট্রাফিক বিভাগের টিআই আব্দুল আলীম খান উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে ইয়োলো ল্যাম্পের সদস্য শহিদুল ইসলাম উজ্জ্বল, মাসুম, ফরহাদ, সোহাগ, আনোয়ার, মোস্তফা, শাহেদ, মেহেদী, সাব্বির, পলক, রুবেল, অন্তর, সিয়াম, সাব্বির, বিশাল, রফিকুল ইসলাম, ইসমাইল, মিঠু, আরাফাত প্রমুখ। অনুষ্ঠানে ৪৪৬ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পরে ট্রাফিক সাইন দিয়ে পাজল গেম অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: