জাতীয় পার্টির চেয়ারম্যান’র বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৬:৪২ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা জাতীয় পার্টির আয়োজনে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে জেলা জাতীয় পার্টির সভাপতি রাশেদ মাজমাদার, সাধারন সম্পাদক এমদাদুল হক বাচ্চু, সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম-সাধারন সম্পাদক ফিরোজ কবির, জাপা নেত্রী মনিকা আলম, জাপা নেতা আজিজুর রহমান অটোসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও ভিত্তিহীন মামলা করা হয়েছে। মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: