প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শাহাদুল ইসলাম সাজু

জয়পুরহাট প্রতিনিধি

পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ড কাপ ফুটবলে ফাইনাল নিশ্চিত করলো দিনাজপুর

   
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ২৩ নভেম্বর ২০২২

জয়পুরহাট স্টেডিয়ামে পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ড কাপ ফুটবলে বুধবার অনুষ্ঠিত ২য় সেমিফাইনাল খেলায় দিনাজপুর জেলা দল ২-১ গোলে রংপুর জেলা দলকে পরাজিত করে ফাইনালে খেলা নিশ্চিত করে।

প্রথমার্ধের খেলা শুরুর ২৩ মিনিটের মাথায় দিনাজপুর জেলা দলের আকাশ একটি দর্শনীয় গোল করে দলকে এগিয়ে নিলেও ২য় আর্ধের খেলা শুরু হওয়ার ২ মিনিটের মাথায় রংপুর জেলা দলের লিয়নের একটি গোলে খেলায় সমতা আসে। ২৩ মিনিটের মাথায় দিনাজপুরের লক্ষ্মন দর্শনীয় একটি গোল করে দলের ফাইনাল খেলা নিশ্চত করেন।

জেলায় রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখা ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে উত্তরাঞ্চলের ৮ জেলা নিয়ে জয়পুরহাটে ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২। আগামী ২৫ নভেম্বর শুক্রবার ফাইনালে স্বাগতিক জয়পুরহাট জেলা দলের মুখোমুখি হবে দিনাজপুর জেলা দল। জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিবেন বলে জানান, টূর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: