দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেফতার

   
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, ২৩ নভেম্বর ২০২২

ছবি - সংগৃহীত

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে পুলিশকে মারধর ও চোখে পিপার স্প্রে দিয়ে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মেহেদী হাসান অমি ওরফে রাফি (২৪)। ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন বলেছেন, পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে।

সিটিটিসি ভিডিওতে দেখা গেছে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন মেহেদী হাসান। তার বাড়ী সিলেটে। সে আনসার আল ইসলামের সামরিক শাখার সদস্য। এ ঘটনায় করা মামলার আসামি তিনি। ব্লগার নাজিমউদ্দীন সামাদ হত্যার মিশনেও মেহেদী হাসান অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠানে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার হওয়ার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

প্রসঙ্গত, গত রোববার (২০ নভেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে পুলিশকে মারধর ও চোখে পিপার স্প্রে করে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যান জঙ্গিরা। তারা হলেন- মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব।

ওই দুজনসহ ১২ আসামিকে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) হাজতখানায় নেওয়া হচ্ছিল। ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এ ছাড়া আরও কয়েকটি হত্যা মামলারও আসামি তারা।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: