মির্জাপুরে নেতাকর্মী ধরপাকড়ের অভিযোগ বিএনপির

মো. জোবায়ের হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) থেকে: টাঙ্গাইলের মির্জাপুরে নাশকতা করার চেষ্টার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। বুধবার (২৩ নভেম্বর) মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য ইমারত হোসেন, মহেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন খান খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, জামুর্কী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম তাপস, গোড়াই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলমাছ হোসেন ও মহেড়া ইউনিয়নের যুবদল নেতা হাফিজুর রহমান স্বপন রয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ বলেন, আমাদের ১০ই ডিসেম্বরের কর্মসূচীকে ব্যর্থ করতে সরকার রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। তাদের কোন অপরাধ নেই। তাদেরকে ঘর থেকে ডেকে নিয়ে মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, শতাধিক ব্যক্তি নাশকতার চেষ্টা করছেন এমন অভিযোগে গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়। এর সাথে বিএনপির ১০ই ডিসেম্বরের কর্মসূচীর কোন সম্পর্ক নেই। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: