দুই উদ্দেশ্যে বিএনপি রাস্তায় সমাবেশ করতে চায়: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৩:৪৯ পিএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নয়াপল্টনে নিজেদের অফিসের সামনে সমাবেশ করা বিএনপির দুটি উদ্দেশ্য রয়েছে। বড় সমাবেশ কখনো রাস্তায় হয় না। রাস্তায় বড় সমাবেশ করা অনুচিত। এতে জনগণের দুর্ভোগ হয়। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় বিএনপির কড়া সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, কোনো অবস্থায়ই একটি ব্যস্ত রাস্তা বন্ধ করে সমাবেশ করা উচিত নয়। এতে জনগণের দুর্ভোগ হয়। তিনি বলেন, নয়াপল্টনে ৩০ থেকে ৫০ হাজার মানুষ ধরে। সেখানে তারা সমাবেশ করতে চাওয়ার মানে তাদের লোক ৩০ থেকে ৫০ হাজারের বেশি হবে না, সেটা তারা আগে থেকেই জানে।

হাসান মাহমুদ বলেন, সেখানে সমাবেশ করার ওপর জোর দিয়ে তারা প্রমাণ করছেন যে তারা মানুষ হবে না বলে ভয় পাচ্ছেন। প্রথমত তারা লোক হবে না বলে শঙ্কিত। দ্বিতীয়ত রাস্তায় সমাবেশ হলে গণ্ডগোল করতে সুবিধা হয়। এ দুই উদ্দেশ্যে তারা সেখানে সমাবেশ করতে চায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: