ইসির নিবন্ধন শর্ত পালন হচ্ছে কি-না জবাব দেয়নি আ.লীগসহ ১৯ দল

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত ৩৯ দলে নিবন্ধন শর্তাদি প্রতিপালন হচ্ছে কি-না তা জানাতে নিবন্ধিত ৩৯ দলকে ইসি চিঠি দিলেও নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগসহ ১৯ টি দল জবাব দেয়নি। জবাব দেওয়ার জন্য ৩১ ডিসেম্বর সময় চেয়ে আবেদন করেছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ১৭টি দল জবাব দিয়েছে। আর জবাব দেওয়ার জন্য তিনটি দল সময় চেয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আমি জানিনা। আমাদের কাছে এখনো উত্থাপন করেনি। সময় বাড়ানোর বিষয়ে আলাপ হয় নাই। তাই কিছুই বলতে পারবো না।
শর্ত পূরণ করতে না পারলে কি হবে জানতে চাইলে তিনি বলেন, দেখি আগে তারা কী পরিমাণ শর্ত পূরণ করতে পারে। শর্ত পূরণ করতে না পারলে কঠোর হবেন কি-না, বা নিবন্ধন বাতিল হবে কি-না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,নিবন্ধনের বাতিলের মতো হইলে হবে। না হইলে হবে না। নিবন্ধন বাতিলের মতো অপরাধ করে থাকলে বাতিল হবে।
এ বিষয়ে জানতে চাইলে ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান বলেন, নিবন্ধিত দলগুলো শর্ত মানছে কি-না তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত ২০টির মত দলের জবাব পেয়েছি। এরমধ্যে কয়েকটি দল সময় চেয়েছে। প্রাপ্তি জারি শাখায় আরও কোনো দল জমা দিয়েছে কি-না বলতে পারছি না।
ইসির জবাব দিয়েছে যে ১৭ দলঃ
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামী এক্যজোট (আইওজে), খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জাতীয় পার্টি-বি জেপি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট -বিএনএফ, মুক্তিজোট, গণফোরাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি জেপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
সময় চেয়েছে যে তিন দলঃডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তিনমাস সময় চেয়েছে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বাংলাদেশ কংগ্রেস।
উল্লেখ্য, ২০২৩ সালের শেষে বা ২০২৪ সালের জানুয়ারিতে হবে দ্বাদশ সংসদ নির্বাচন। ভোটের ছয় মাস আগেই রোডম্যাপ অনুযায়ী নতুন দলগুলোর নিবন্ধনের কাজ সম্পন্ন করবে ইসি। এর আগে, নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সাল থেকে দলের নিবন্ধন প্রথা চালুর এক যুগে ৪৪টি দল নিবন্ধন পেয়েছে। কিন্তু শর্ত পূরণে ব্যর্থ এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের (ফ্রিডম পার্টি, জামায়াতে ইসলামী, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন পরে বাতিল করা হয়।
তুহিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: