প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আ.লীগের সম্মেলনে হামলাকারী লালবাহিনীর সবুজ গ্রেফতার

   
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ২৪ নভেম্বর ২০২২

আমতলী, (বরগুনা) থেকে: আলোচিত আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন খাঁনকে হত্যা চেষ্টা মামলাসহ একাধিক মামলার আসামি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো.সবুজ ম্যালকার (৩৩) কে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।

পৌরসভার সদর রোড থেকে নারী শিশু নির্যাতন মামলায় তাকে গ্রেফতার করা হয়। সবুজ ম্যালকার আমতলী সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের বেল্লাল ম্যালকারের ছেলে। বুধবার আমতলীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন খাঁন বলেন, সন্ত্রাসী সবুজ ম্যালাকার আমতলীতে এক আতঙ্কের নাম। সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ও নারী নির্যাতনসহ এমন অপরাধ নেই যার সাথে সবুজ ম্যালাকার জড়িত নেই।

তিনি আরোও বলেন, গত ১৬ আগষ্ট রাতে শত শত মানুষের সামনে আমাকে কুপিয়ে গুরুতর জখম করেছে। যা সি সি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আলোচিত হয়। এ ঘটনায় মামলা করলেও পুলিশ তাকে গ্রেফতার করেনি। কৌশলে আদালত থেকে জামিনে মুক্তি পায়। আমি সন্ত্রাসী সবুজ ম্যালাকারের কঠোর বিচার দাবী করছি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, সবুজ ম্যালাকারকে একটি নারী নির্যাতন মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

তুহিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: