আর্জেন্টিনার খেলায় বিরক্ত হয়ে ব্রাজিলে যোগদান

সৌদি আরবের বিরুদ্ধে আর্জেন্টিনার খেলা দেখে বিরক্ত হয়ে ব্রাজিলে যোগ দিয়েছেন পটুয়াখালীর কুয়াকাটার মিরাজ সিকদার নামের একজন আর্জেন্টিনার সমর্থক। এছাড়া ব্রাজিলে যোগ দেওয়ায় তাকে একটি জার্সি উপহার দিয়েছেন তার ফুপাতো ছোট ভাই রুমান সিকদার । শুধু তাই নয়, বিশ্বকাপ চলাকালীন তার সব খরচ বহন করার ঘোষণা দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে কুয়াকাটায় এ ঘোষণা দেন ওই ব্রাজিল সমর্থক। রুমান সিকদার জানান, ‘আমার বড় ভাই দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার সমর্থক ছিলেন। কাতার বিশ্বকাপে সৌদি আরবের সঙ্গে আর্জেন্টিনার হারের পরে তার মন ভেঙে যায়। পরে আমি তাকে ব্রাজিলে যোগ দেওয়ার প্রস্তাব দিলে তিনি রাজি হন। এজন্য ১৬৫০ টাকায় তাকে একটি জার্সি উপহার দিয়েছি। বিশ্বকাপ চলাকালীন তার সব খরচ বহন করবো আমি।’
আর্জেন্টিনা থেকে ব্রাজিলে যোগ দেওয়া মিরাজ সিকদার জানান, ‘আমি অনেক আগে থেকে আর্জেন্টিনা করি কিন্তু এখন এই দলের প্রতি খুব বিরক্ত। তারা খুবই স্লো। তাই তাদের বাদ দিয়ে ভালো লাগার কারণে ব্রাজিলে যোগ দিয়েছি।’ মিরাজ সিকদার ব্রাজিলে যোগ দেওয়ায় কুয়াকাটার ব্রাজিল সমর্থকরা তাকে স্বাগত জানিয়েছেন।
এলাকার স্থানীয় ব্রাজিল সমর্থক রাজ্জাক মিয়া বলেন, ‘ছোট থেকেই ব্রাজিলের সমর্থন করি। কারণ ব্রাজিল খুব ভালো খেলে এবং তাদের খেলা দেখতেও ভালো লাগে। তবে আজ প্রথম শুনলাম, কেউ আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগ দিয়েছে। তাকে ধন্যবাদ জানাই।’
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: