প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

এম শরীফ আহমেদ

ভোলা প্রতিনিধি

চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় ডাঃ শরীফকে ‘ব-দ্বীপ’ ফোরামের সম্মাননা

   
প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, ২৫ নভেম্বর ২০২২

করোনাকালীন সময়ে ভোলাবাসীর চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখায় ভোলার গরীবের ডাক্তার খ্যাত, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ শরীফ আহমেদকে সম্মাননা প্রদান করেছে “ব-দ্বীপ ফোরাম” নামে স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ভোলা পৌর শহরের দি প্যাপিলন কনভেনশন সেন্টারে এ সম্মাননা প্রদান করা হয়।

ব-দ্বীপ ফোরামের প্রধান সমন্বয়কারী মীর মোশারেফ অমি এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ভোলা জেলা সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শওকত হোসেন, শিক্ষাবিদ আবু তাহের, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক তরিকুল ইসলাম কায়েদ, দৈনিক দক্ষিণ প্রান্তের সম্পাদক অ্যাডভোকেট নজরুল হক (অনু), ক্রীড়া সংগঠক রাজিব হায়দার, দৈনিক আজকের পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, ভোলা জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি সুলতানা রাজিয়া (শিল্পী), ভোলা ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) এর সভাপতি সোলায়মান (মামুন) প্রমূখ।

আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা বলেন, একজন ডাক্তার যেমনটা হওয়া দরকার; সেটা শরীফ ডাক্তারের মধ্যে রয়েছে। গত কয়েক বছর তিনি ভোলা জেলার মানুষের জন্য নিরলসভাবে যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন তা এখনকার সময়ে পাওয়া খুবই কষ্টসাধ্য। এটা ভোলাবাসীর সৌভাগ্যের বিষয়।

বক্তারা আরও বলেন, ভোলায় রাত ৮টার পর যেখানে ডাক্তার পাওয়া কল্পনাও করা যায় না; সেখানে ডাঃ শরীফ আহমেদকে রাত ৩টা, ৪টায়ও পাওয়া যায়। ডাক্তারের এমন অবদানের কথা বলতে গিয়ে অনেকে আবেগে আপ্লূতও হয়ে পড়েন।

সম্মাননা অনুষ্ঠানের পাশাপাশি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন ভোলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও উপস্থাপক তালহা তালুকদার (বাঁধন)। একের পর এক জনপ্রিয় গান শুনে গানের তালে হেলে দুলে গাইতে থাকে উপস্থিত দর্শকরা।কয়েকজন আসন ছেড়ে দিয়ে অনুষ্ঠানে গানের তালে নাচতেও থাকেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী কমল বৌদ্ধ, ভোলা প্রতিদিন প্রকাশক সাখাওয়াত শাকিল, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী ইভান তালুকদার, তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী এম শরীফ আহমেদ, স্বপ্নীল সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাজেদুল ইসলাম রাব্বিসহ শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক এবং সংগঠন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: