শ্রীলঙ্কা নয়, বাংলাদেশ সিঙ্গাপুরের পথে ধাবিত হবে: হুইপ স্বপন

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ০৫:০৯ পিএম

দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়া নিন্দুকরা সহ্য করতে পারছে না। আমাদের দেশ শ্রীলঙ্কা নয়- সিঙ্গাপুরের পথে ধাবিত হবে বলেছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে সার্কিট হাউজ মাঠে জয়পুরহাটে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হুইপ বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে আজ প্রযুক্তির ছোঁয়া লেগেছে। বর্তমানে দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, রাজাকাররা উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তৎপর রয়েছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়া নিন্দুকরা সহ্য করতে পারছে না। তারা বারবার বলছে- বাংলাদেশ শ্রীলঙ্কা হবে ধ্বংস হয়ে যাবে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে গর্ব করে বলতে পারি- আমাদের দেশ এগিয়ে চলছে, আমাদের দেশ এগিয়ে যাবে। আমাদের দেশ শ্রীলঙ্কা নয়- সিঙ্গাপুরের পথে ধাবিত হবে।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর কোনো একক ব্যক্তি বা দলের ভিশন নয়। এটি এখন পুরো দেশের উন্নয়নের ভিশনে পরিণত হয়েছে। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: