প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মোটরসাইকেল থেকে পড়ে নিথর ছাত্রলীগ নেতা

   
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ২৫ নভেম্বর ২০২২

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে  এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সজিব আহমেদ।তিনি বেলকুচি উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি ও সাধারণ সম্পাদক হাবিব মিল্লাত বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, গত শনিবার (১৯ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সজিব। তিনি সুবর্ণসাড়া তেল পাম্পের কাছে একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সামনে একটা ট্রাক দেখতে পান। ট্রাক দেখেই আতঙ্কে মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি। এতে আহত হলে প্রথমে তাকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে ঢাকার শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদসহ সংগঠনের নেতাকর্মীরা।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: