আমরা আমাদের খেলার ধরন বদলাব না: স্কালোনি

এবারের কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারতে হয়েছিলো আর্জেন্টিনাকে। আজ শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ সময় ১টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখামুখি হতে যাচ্ছে মেসির দল। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে থাকায় আজকের ম্যাচটি আর্জেন্টিনার জন্য এক প্রকার বাঁচা-মরার লড়াই।
তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানালেন, তিনি ওই হারে অবাক হননি। প্রথম ম্যাচে দল কিছুটা নার্ভাস ছিল, স্বীকার করে নিয়েছেন তিনি। তবে আর্জেন্টিনা অন্যদের থেকে আলাদা দল, সেটাও মনে করিয়ে দিলেন স্কালোনি।
সৌদির কাছে হার নিয়ে স্কালোনি বলেন, ‘আমি প্রথম থেকেই এটার জন্য প্রস্তুত ছিলাম। এমন কিছু ঘটতেই পারে, এটা ফুটবল। আমি যেটা ভেবে শান্ত থাকতে পারছি, প্রতি ম্যাচে আমরা নিজেদের জীবন দিয়ে ফুটবলটা খেলছি।’
স্কালোনি যোগ করেন, ‘খেলায় হারজিৎ আছেই। দুর্ভাগ্যজনকভাবে এটা বিশ্বকাপ ম্যাচে হলো। তবে আমরা ভাগ্যবান যে এটা প্রথম ম্যাচে হয়েছে। আপনি একটা ম্যাচ হারতেই পারেন, আসল ব্যাপার হলো আপনি কিভাবে জেগে উঠছেন।’
আর্জেন্টিনা দল অন্যদের থেকে আলাদা উল্লেখ করে স্কালোনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে নার্ভাস থাকা স্বাভাবিক। আর্জেন্টিনা অন্য জাতীয় দলগুলোর থেকে আলাদা। আপনারা জানেন, আর্জেন্টিনা কেমন। আমরা আলাদা। আর্জেন্টিনার শার্টে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার অনুভূতি আলাদা।’
মেক্সিকো ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা তাদের খেলা দেখেছি। আমরা এরইমধ্যে মেক্সিকোকে নিয়ে চিন্তা করছি যা আলাদা হবে। তবে মঙ্গলবার যা হয়েছে (সৌদির কাছে হার) তার জন্য আমরা খেলার ধরন বদলাব না।’
স্কালোনি আরও যোগ করেন, ‘মেক্সিকো দুর্দান্ত দল। আমরা আগেও সেটা বলেছি। তারা আগ্রাসী দল, দারুণ কোচ আছে। তবে আমাদের স্টাইলটা বদলানো সম্ভব না। আমরা হয়তো প্রথম ম্যাচে ধাক্কা খেয়েছি, কিন্তু আমাদের নিজেদের পরিকল্পনায় ভরসা রাখতে হবে।’
মেসির চোট নিয়ে কি এখনও শঙ্কা আছে? স্কালোনি জানালেন, ‘মেসি ভালো আছে। আমি জানি না কে বলেছে যে, সে ফিট নয়। আমার মনে হয় তার অনুশীলনের ছবিতেই দেখা যাচ্ছে সে ভালো আছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: