প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

   
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, ২৬ নভেম্বর ২০২২

মিজানুর রহমান, চুয়াডাঙ্গা থেকে: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ১৯৯ জন ভোটারের মধ্যে ১৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণকালে উৎসবমূখর পরিবেশ ছিল জেলা আইনজীবী সমিতিতে।

নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত আইনজীবীরা জানান, নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি পৃথকভাবে প্যানেলভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। স্বতন্ত্রভাবে সাধারণ সম্পাদক পদে আরো একজন প্রার্থী হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে দুজন, দুটি সহসভাপতি পদে চারজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, দুটি সহসাধারণ সম্পাদক পদ চারজন, কোষাধ্যক্ষ পদে দুইজন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে দুইজন, গ্রন্থাগার সম্পাদক পদে দুইজন ও সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ চৌধুরি বলেন, ‘সকাল আটটা থেকে বেলা ১২ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গণনা শেষে সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হবে’।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: