শাহীন স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশে চিত্র অঙ্কন প্রতিযোগিতা

চিত্ত বিনোদন হীন শিক্ষার কোন মূল্য নেই। দেহের খোরাক যেমন খাবার, মনের খোরাক তেমন চিত্ত বিনোদন। তাই শিশুদের মনকে ভালো রাখার জন্য এবং শিশুদের মেধা বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হয়।
বর্তমান সময়ে পড়ালেখার পাশাপাশি শিশুদের মেধা বিকাশের জন্য সরকার বিভিন্ন বিনোদনের ব্যবস্থা গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় কালিয়াকৈরের সফিপুরে শাহীন স্কুল এর উদ্যোগে আজ (২৬ নভেম্বর) শনিবার সকাল ৯ টায় চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহীন স্কুল গাজীপুর শাখার পরিচালক মুহাম্মদ মফিজ উদ্দিন মাফি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহীন স্কুল সফিপুর শাখার পরিচালক জানাব মোঃ ইকবাল হোসাইন শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রতিটি শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট এবং বাকি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উৎসাহ প্রদানের জন্য সান্তনা পুরস্কার প্রদান করা হয়।
দেশের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ন তথ্য প্রদান করে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মফিজ উদ্দিন মাফি বলেন, শিক্ষার্থীদের শুপ্ত মেধা বিকাশে চিত্র অঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বিকল্প নেই এবং তিনি আরও বলেন শিশুকে স্বাভাবিক ভাবে বাড়তে দিতে হবে। খেলাধুলা ও সৃজনশীল কাজ করার সুযোগ দিতে হবে। এতে শিশু স্বাবলম্বী হয়ে উঠবে তার সামাজিক বিকাশ ঘটবে। তবে বন্ধু নির্বাচনে পিতা-মাতাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে ইত্যাদি। শিশুরা বাবা-মা'র কাছেই লেখাপড়া, নৈতিকতা, আদর্শ বা দেশপ্রেম সম্পর্কে জানতে শুরু করে।
তাই মা-বাবাই হচ্ছেন শিশুর প্রথম আদর্শ শিক্ষক। কিংবা মা-বাবাকেই শিশুরা তাদের প্রথম আদর্শ গুরু হিসেবে মানতে শুরু করে। আর সে কারণে শিশুর বেড়ে ওঠায় মা-বাবার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা প্রয়োজন।সন্তান প্রতিপালন আজকাল মা-বাবার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর সন্তানকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলা আরও কঠিন হয়ে পড়েছে। কারণ আজকাল ছেলেমেয়েরা একটু বেশি স্বাধীনতা চায়, আর তারা একটু বেশি সংবেদনশীল। পরিশেষে সেরা শিক্ষক-শিক্ষিকাগণের মাঝে প্রধান অতিথি সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: