প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শাহীন মাহমুদ রাসেল

কক্সবাজার প্রতিনিধি

পূর্ব শত্রুতার জের: দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করলেন ইয়াবা ব্যবসায়ীরা

   
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ২৬ নভেম্বর ২০২২

কক্সবাজারে টেকনাফে পূর্ব শত্রুতার জের জের ধরে সিদ্দিক আহম্মদ (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার দুপুরে টেকনাফের সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় ঘটনা ঘটে। আহত ছিদ্দিক একই এলাকার মৃত নজির আহমদের ছেলে।

আহতের পরিবার ও স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ইউপি সদস্য আত্মস্বীকৃত ইয়াবা ব্যবসায়ী এনামুল হক, চাদ মিয়া, সাব মিয়াসহ একদল ইয়াবাকারবারী দা, লম্বা কিরিচসহ অস্ত্র-শসস্ত্র নিয়ে ছিদ্দিককে গাড়ি থেকে নামিয়ে হামলা চালায়। এসময় তার দুই হাতের কব্জি কেটে নেন হামলাকারীরা। পরে কর্তন করা দুই হাত নিয়ে হই উল্লাস করে ইয়াবাকারবারীরা। হামলাকারীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

পরে গ্রামবাসী এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। এ বিষয়ে টেকনাফ জরুরী বিভাগের চিকিৎসক নাছিম ইকবাল জানান, ‘রক্তাক্ত দুই হাতের কব্জির বিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসে স্বজনরা। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।’

অভিযোগ অস্বীকার করেছেন আত্মস্বিকৃত ইয়াবা ব্যবসায়ি ও ইউপি সদস্য এনামুল হক জানান, ‘ঘটনার সময় আমি পরিষদে মানুষের সেবায় কাজ করছিলাম। মূলত ২০১৫ সালে তারা আমার এক ভাইকে কুপিয়ে হত্যা করেছিল। সামনে সেই মামলায় রায় হবে তাই আমাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ করেছে।’

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ রয়েছে উল্লেখ করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ‘এক ব্যক্তির দুই হাত কর্তন করেছে প্রতিপক্ষের লোকজন। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: