ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ১২:৩৯ এএম

আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ থেকে: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বালিয়াডাঙ্গা শান্তি মিশন সংঘের আয়োজনে ও ইউপি সদস্য ইউসুফ আলী বিশ্বাসের পরিচালনায় শনিবার (২৬নভেম্বর) বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা দেখতে ছুটে আসেন দুর দুরান্তের হাজার হাজার নারী ও শিশুরা। দেশের বিভিন্ন জেলার ১৩ টি দলে এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল হক কমল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাকবিরুল আলম আজম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ আলী, মাইনুল হক ডলার, গোবরাতলা ইউনিয়ন পরিষদের সদস্য রাফেজ মীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় সার্বিক সহযোগিতা করেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "বালিয়াডাঙ্গা হেল্পলাইন" এর স্বেচ্ছাসেবকরা।

এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। ফইনাল খেলায় প্রথম বিজয়ী হন রাজশাহী জেলার মোহনপুর থানার মোঃ আলী হোসেন ও দ্বিতীয় বিজয়ী হন একই উপজেলার মোঃ জলিল আলী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: