প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

কামরুজ্জামান জসিম

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় নৌ শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

   
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, ২৭ নভেম্বর ২০২২

মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে শনিবার মধ্যরাত থেকে মোংলায় চলছে নৌ শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। কর্মবিরতীর পক্ষে সর্মথন দিয়ে রবিবার সকাল থেকে মোংলা পশুর চ্যানেলের বিভিন্ন এলাকায় কয়েকশ লাইটার নোঙ্গর করে রেখেছে শ্রমিকরা। এর ফলে লাইটার সংকটে যেকোন মুহুর্তে পন্য খালাস বন্ধ হয়ে যেতে পারে মোংলা বন্দরে অবস্থারত বিদেশী বানিজ্যিক জাহাজ থেকে।

তবে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন শাহীন মজিদ জানান, রাতে শুরু হওয়া নৌযান শ্রমিক ধর্মঘর্টের কারনে বন্দরে বাণিজ্যিক জাহাজ থেকে পন্য খালাসে এখনো কোন প্রভাব পড়েনি।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু বলেন, ‘১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ১৯ নভেম্বর মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে সরকার এবং মালিকপক্ষকে আল্টিমেটাম দেয়া হয়েছিলো। কিন্তু সরকার ও মালিকপক্ষ আমাদের দাবি বাস্তবায়ন না করায় আমরা কর্মবিরতীর কর্মসূচি দিয়েছি। তিনি জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতী অব্যাহত থাকবে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: