বাগেরহাটের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার ৯৮ দিন পর তদন্ত প্রতিবেদন দাখিল

বাগেরহাট মোড়েলগঞ্জের ১৯ নং ভাটখালি সরকারী প্রাাথমিক বিদ্যালয়ের গাছকাটার ৯৮ দিন পরে তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করা হয়েছে। রবিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ১৯ আগষ্ট সরকারী ছুটির দিন থাকায় সকালে ১৯ নং ভাটখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ এমদাদুল হক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান নিয়ম-কানুনের তোয়াক্কা না করেই বিদ্যালয়ের লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রির সময় এলাকাবাসী দেখে শিক্ষাঅফিস ও সাংবাদিকদের বিষয়টি জানায়।
এ সময় সাংবাদিকদের দেখে গাছ রেখে কমিটির সভাপতি গা ঢাকা দেয়। পরে উপজেলা নির্বাহী অফিসা কাটা গাছ গুলো নিলামে বিক্রী করে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন খান সহকারী উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র মন্ডল কে আহবায়ক ও অসিত কুমার বরণ কে সদস্য করে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দশ কর্ম দিবসের মধ্যে তাদের রির্পোট দাখিলের নির্দেশনা দেন।
এবিষয়ে তদন্ত কমিটির আহবায়ক রিপন চন্দ্র মন্ডল বলেন, তদন্তকালে গাছ কাটার প্রমান পেয়েছি, প্রধান শিক্ষক উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের স্বাক্ষরিত রেজুলেশন করে গাছ কর্তন করেছে। তিনি আরো জানান , উর্দ্ধতন কর্তৃপক্ষকে না জানিয়ে রেজুলেশনের মাধ্যমে গাছ কর্তনের সিদ্ধান্ত বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব পালনে অবহেলা এবং আইন লংঘন হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন খান জানান, আমার হাতে ইতোমধ্যে তদন্ত রিপোর্ট এসেছে আমি আজ বৃহস্পতিবার জেলা অফিসে পাঠিয়ে দিয়েছি। তদন্ত কমিটির রিপোর্ট দিতে সময় বেশি লেগেছে। এখন প্রযোজনীয় ব্যবস্থা উর্দ্ধোতন কর্তৃপক্ষ করবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহ আলম জানান, বৃহস্পতিবার বিকালে প্রতিবেদন রিপোর্ট পেয়েছি। প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য আজ (রবিবার) উদ্ধোতন কর্তৃকক্ষের বরাবর প্রেরন করবো।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: