গ্রাম্য আদালত পরিচালনায় সারাদেশের শ্রেষ্ঠ জেলা নেত্রকোনা

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ০৯:০৮ পিএম

সারা বাংলাদেশে গ্রাম্য আদালতে মামলা নিষ্পত্তিতে অক্টোবর ২০২২ মাসে নেত্রকোনা জেলা মামলা নিষ্পত্তিতে সর্বোচ্চ স্থান পেয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিস এঁর সার্বিক তত্ত্বাবধানে নেত্রকোনা জেলার ৮৬টি ইউনিয়নের চেয়ারম্যানদের অক্লান্ত পরিশ্রমে সারা দেশের মধ্যে নেত্রকোনা প্রথম স্থান অধিকার করেছে।

গ্রাম্য আদালত আইন ২০০৬ অনুযায়ী সারাদেশে ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালত পরিচালিত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগ জেলা ম্যাজিষ্টেসি পরিবিক্ষণ অধিদপ্তর শাখা এর তথ্য নিশ্চিত করেছে।

অক্টোবর ২০২২ নেত্রকোনা জেলায় গ্রাম্য আদালতে মামলা নিষ্পত্তির হার সারাদেশের মাসে সর্বোচ্চ ৭৩.৪৭% সর্বোচ্চ হওয়ায় নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং তাঁর মাধ্যমে সংশ্লিষ্ট গ্রাম্য আদালত পরিচালনাকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনকে ধন্যবাদ জ্ঞাপন করেছে মন্ত্রী পরিষদ বিভাগ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: