বড়াইগ্রামে "এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি" শির্ষক আলোচনা সভা

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ০৯:৪৯ পিএম

মোতালেব হোসেন, বড়াইগ্রাম (নাটোর) থেকে: নাটোরের বড়াইগ্রামে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শির্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাটোর জেলা তথ্য দপ্তরের উদ্যোগে রোববার উপজেলার রামাগাড়ী উচ্চ বিদ্যালয় চত্বরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।

সেখানে বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা পরিষদের সদস্য শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, ওয়ার্ড আ’লীগ সভাপতি আলহাজ্ব আলমাছ আলী ও বীর মুক্তিযোদ্ধা একাব্বর আলী। সভায় মুক্তিযুদ্ধের আলোকে চলচিত্র প্রদর্শণ ও অতিথিদের বক্তব্যের পর স্কুলের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ৫ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: