এক ওষুধে ৫০৪ টাকা বেশি রেখে জরিমানা দিলো ৩০ হাজার টাকা

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ১০:৪৮ পিএম

বগুড়ায় ১৬ টাকার ওষুধ ৫২০ টাকায় বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা দিলো বর্ষণ মেডিসিন এন্ড সার্জিক্যাল নামের এক ফার্মেসি। রবিবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এ জরিমানা করে।

জানা যায়, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী অভিযান পরিচালনা করে ১০০(kacin100) নামে একটি ইঞ্জেকশন ১৬ টাকার পরির্বতে ৫২০ টাকা রাখায় ৩০ হাজার টাকা জরিমানাসহ সাময়িক সিলগালা করে দেয়া হয়।

এসময় অভিযানের জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতেখারুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে শনিবার বিকালে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানাসহ সাময়িক সিলগালা করে দেয়া হয়। সেই সাথে অভিযোগকারীকে আইন অনুযায়ী সাড়ে সাত হাজার টাকা প্রদান করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: