প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মির্জাপুরে ক্যাডেট কলেজে জিপিএ-৫ এর টানা রেকর্ড

   
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ২৮ নভেম্বর ২০২২

মো. জোবায়ের হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) থেকে: এবারও শতভাগ জিপিএ ৫ এর টানা রেকর্র্ড ধরে রাখতে পেরেছে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ। এবার এসএসসি পরিক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেয়া বিজ্ঞান বিভাগের ৫০ জনের সবাই জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রতিষ্ঠানটির দপ্তরসূত্র জানায়, তাৎক্ষণিকভাবে তাদের হাতে থাকা বিগত ১০ বছরের ফলাফলে শিক্ষার্থীরা শতভাগ জিপিএ-৫ পেয়েছেন। তবে তাদের প্রতিষ্ঠানে সবসময়ই এই রেজাল্ট হয়ে থাকে বলেও জানানো হয়।

এবারের এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্তরা হলেন, সাহিল, জয়তি, মোবিন, নিয়াজ, তাহ্সিন, মুশফিক, সিকদার, রাতুল, আরাফ, সাদ্, নাহিয়ান, মোস্তাকিম, মারুফ, আরিয়ান, প্রত্তয়, সামিত, মাহির, ইসরাক, রেদুয়ান, রাইক, মাহমুদ, রাকিন, মাহাদী, তরিক, সাদত, ইশতিয়াক, শামীন, তালহা, আউলাদ, আফিফ, খন্দকার মাহাদী, রায়হান, শুভ, ফাহমিদ, নাফিস, আদিল, আহনাফ, ইনতেসার, নিরব, নাফিউল, লাবিব, সোহান, আবির, রাকিব, পিয়াস, নিহাল, সিয়াম, তাহারত, মাহাফুজ এবং আবরার।

মির্জাপুর ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায়, শিক্ষক- অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার সমন্বয়েই এই সফলতা। আশা করছি সামনের দিনগুলোতেও মির্জাপুর ক্যাডেট কলেজ এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে সমর্থ হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: