নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের টাকা মেম্বারের পকেটে

রাজবাড়ীর পাংশায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেওয়া টাকায় ভাগ বসিয়েছেন স্থানীয় ইউপি সদস্য খোকন বিশ্বাস। এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন নদী ভাঙনে নিঃস্ব গোলাপ প্রামনিক। পাংশা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের টাকায় ভাগ বসিয়েছেন বলে অভিযোগ উঠেছে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ খোকন বিশ্বাসের বিরুদ্ধে।
ভুক্তভোগী গোলাপ প্রামনিক বলেন, চেকের টাকা ব্যাংক হইতে উত্তোলন করার পর মেম্বার খোকন বিশ্বাস আমার কাছ থেকে টাকা গুলি গুনে দেবে বলে টাকা নিয়ে নেয়। খোকন বিশ্বাস ৫০ হাজার টাকা গুনার পর আমাকে ৩০ হাজার টাকা দেয় এবং ২০ হাজার টাকা মেম্বার নিয়ে নেয়। ২০ হাজার টাকা চাইলে মেম্বার খোকন বিশ্বাস বলেন, আমি অনেক সময় অনেক জায়গায় এবং অনেক অফিসে যাতায়াত করেছি সেই জন্য ২০ হাজার টাকা নিয়ে নিলাম।
গোলাপ প্রামনিক আরো বলেন, আমি একজন দিন মজুর, অসহায় বৃদ্ধ, আমার সহায় সম্পত্তি যা ছিল নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমার কোনো জায়গা-জমি নেই, পরের জায়গায় বসবাস করি। আমি এর বিচার চাই এবং আমার টাকা ফেরত চাই। মেম্বার খোকনের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আমি সহ আমার এলাকার আরো কয়েক জনের কাছ থেকে এমন করে টাকা নিয়েছে বলেও তিনি জানান।
অভিযুক্ত ইউপি সদস্য মোঃ খোকন বিশ্বাস বলেন, এটা মিথ্যা বানোয়াট আমার বিরুদ্ধে অপ্রচার চালানো হচ্ছে, বাপ ছেলের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমার প্রতিপক্ষ।
এ ব্যাপারে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন, আমি বিষয়টি শুনেছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত: গত ২৩ নভেম্বর উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা) অফিসের মাধ্যমে ২০২১-২২ অর্থ বছরে নদী ভাঙ্গন কবলিত এলাকার অতি-দরিদ্র/ দুঃস্থ জন সাধারণের জন্য প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষে চেক বিতরণ করেন। প্রধান অতিথি হিসাবে ১৪ জন নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের হাতে ৫০ হাজার টাকা করে চেক তুলে দেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: