প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

বিএনপির সঙ্গে আমরা নয়, ছাত্রলীগ খেলবে: তথ্যমন্ত্রী

   
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, ২৮ নভেম্বর ২০২২

ছবি - সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্য বলেছেন, ‘বার বার আপনি বলছেন খেলা হবে। কিন্তু আপনাদের সঙ্গে এখন থেকে আমরা নয়, ছাত্রলীগ খেলবে। চাইলে যুবলীগও খেলতে পারবে।’ সোমবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, শীতকালে হিমালয় ও সাইবেরিয়া থেকে কিছু পাখি বাংলাদেশে আসে। তারা বাংলাদেশে এসে এই দেশের ফসল খেয়ে আবার চলে যায়। বিএনপিও শীতের পাখির মতো। তিনি বলেন, ‘বিএনপি সারাদেশে সমাবেশের নামে পিকনিক করছে। তারা কোনো সমাবেশ করছে না। কুমিল্লায় সমাবেশের তিন দিন আগে থেকে বিএনপির নেতা-কর্মীরা সেখানে পিকনিক শুরু করে দিয়েছিল।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বর্ষাকালে বৃষ্টি হলে পুকুরে কিছু পুঁটি মাছ লাফালাফি করে। বড় মাছ কিন্তু লাফালাফি করে না। বিএনপিও তেমনি পুঁটি মাছের মতো লাফালাফি করছে। মনে রাখতে হবে, পুকুরে বোয়াল মাছ থাকে। বোয়াল মাছ কিন্তু পুঁটি মাছ খেয়ে ফেলবে।’

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: