নতুন ইতিহাস গড়ে নকআউট পর্বে ব্রাজিল

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ১২:০৭ এএম

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে আগের দুই বারের দেখায় জয়ের দেখা পায়নি ব্রাজিল। তবে শেষমেষ জালের দেখা মিলল ব্রাজিলের। প্রথমার্ধে ম্যাচের ফলাফল ছিল গোলশূন্য। বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। তবে তিতেকে হতাশ হতে দেননি ক্যাসেমিরো। ম্যাচের ৮৩ তম মিনিটে দারুণ এক গোলে ব্রাজিলকে লিড এনে দেন তিনি। তবে সে গোল আর সোধ করতে পারেনি সুইসরা।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক পরিবর্তনে আক্রমণের ধার বাড়ায় সেলেসাওরা। গোলও এসেছিল ৬৪ তম মিনিটে। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত সেই গোল অফসাইডের কারণে বাতিল করে দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। ম্যাচের মাত্র ৭ মিনিট বাকি থাকতে ক্যাসেমিরোর পা থেকে আসে সেলেসাওদের এ জয়ের গোল।

এই একটিমাত্র গোলেই ইউরোপের শক্তিশালী দল সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ‘জি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে নিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: