বিশ্বকাপের গ্রুপপর্বে অনন্য রেকর্ড গড়লো ব্রাজিল

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ০৯:৫৪ এএম

কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে সোমবার রাতে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সুপার ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। সেই সঙ্গে বিশ্বকাপের গ্রুপপর্বে অনন্য এক রেকর্ড গড়েছে সেলেসাওরা। বিশ্বকাপের গ্রুপপর্বে রেকর্ড ১৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে সেলেসাঁওরা। ব্রাজিল ছাড়া আর কোনো দলের টানা এতো ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নেই।

হেক্সা মিশনে কাতার বিশ্বকাপে খেলতে নেমে দারুণ ছন্দে ব্রাজিল। প্রথম ম্যাচে সার্বিয়াকে উড়িয়ে দেয়ার পর দ্বিতীয় ম্যাচে সুইস বাধাও টপকে গেছে ভিনিসিউস-ক্যাসেমিরোরা। এদিনে বিশ্বকাপের গ্রুপপর্বে রেকর্ড ১৭ ম্যাচ অপরাজিত থাকার অনন্য রেকর্ড ও গড়েছে লাতিন দলটি।

সবশেষ ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপপর্বে হেরেছিল ব্রাজিল। সেবার গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা ২-১ গোলে হেরেছিল নরওয়ের কাছে। এরপর গল্পটা কেবল দাপটের। এরপর ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ বিশ্বকাপে গ্রুপপর্বে ১৫ ম্যাচে অপরাজিত থাকে। ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ছোঁয় টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। আজ সুইজারল্যান্ডকে হারিয়ে ব্রাজিল ছাড়িয়ে যায় সবাইকে।

অর্থাৎ ১৯৯৮ সালের পর গ্রুপপর্বের আর কোনো ম্যাচে হারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে টানা ২৪ বছর ধরে তারা বিশ্বকাপের গ্রুপপর্বে অপরাজিত আছে সেলেসাওরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: