জঙ্গি ছিনতাই, তদন্ত কমিটির সুপারিশের আলোকে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ০২:৩২ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আদালতের সামনে থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৬০তম কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জঙ্গিরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে দুর্বলতার ফাঁক ফোকড়ে সুযোগ নিয়ে পালিয়েছে। এ ঘটনায় দুটি তদন্ত কমটিি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে এলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে । এ ঘটনায় কারও গাফিলতি বা সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মন্ত্রী ৩০১ জন কারারক্ষীর অংশগ্রহণে সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী হোসেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী তিনজন কারারক্ষীকে পুরস্কার প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: