প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

৫০০০ নারীকে গান শোনাবেন তাহসান খান

   
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, ২৯ নভেম্বর ২০২২

দেশে এই প্রথমবারের মতো বিশাল আয়োজনে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিমেল ফেস্ট’। আগামী ১ ও ২ ডিসেম্বর রাজধানীর আইসিবি মিলনায়নতে অনুষ্ঠিত হবে এই ফিমেল ফেস্ট। অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে ‘সাজগোজ ফিমেল ফেস্ট ২০২২ পাওয়ার্ড বাই নিভিয়িার’।

আর ফিমেল ফেস্টের ১ম দিন মেলার আয়োজন করা হচ্ছে। এছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় দিন (২ ডিসেম্বর) উপলক্ষে থাকছে কনসার্ট। আর দ্বিতীয় দিন কনসার্টে গান শোনাবেন দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান।তাহসান খান ছাড়াও থাকবে প্রীতম হাসান, সন্ধি, হাসিব, আনিকা এবং জনপ্রিয় ব্যান্ড নেমেসিসের পরিবেশনা। ফ্যাশন শো তো থাকছেই। এতে পারফর্ম করবেন ৩০ জনেরও বেশি মডেল। আর এই অনুষ্ঠান উপভোগ করবেন ৫০০০ এর বেশি নারী। এরা সবাই সাজগোজের গ্রাহক।

তাহসান খান এ বিষয়ে সংবাদমাধ্যমকে জানান, বেশ এক্সাইটেড তিনি। মেলাটি নারী-পুরুষ সবার জন্য উন্মুক্ত হলেও কনসার্টটি শুধু নারীরা উপভোগ করতে পারবেন। জানা গেছে, কনসার্টের অতিথি প্রবেশ রেজিস্ট্রেশনের এর মাধ্যমে নিশ্চিত করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে ইভেন্টের লিংক সোশ্যালে ও নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এছাড়া আয়োজকরা জানান, ওই অনুষ্ঠানে দেশের প্রায় পাঁচ হাজারেরও বেশি নারী অংশ নেবেন। তাদেরকে বিনোদন দেওয়ার জন্যই এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। তাই নারীদের পছন্দেই কনসার্টের শিল্পীদের বাছাই করা হয়েছে।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: