প্রচ্ছদ / সারাবিশ্ব / বিস্তারিত

বিয়ের আসরেও ল্যাপটপে অফিসের কাজে ব্যস্ত বর

   
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, ২৯ নভেম্বর ২০২২

২০২০ সাল পর থেকেই বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর কারণে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ‘বাড়ি থেকে কাজ’ করার ধারণাটি প্রত্যেকের জীবনের এক অবিচ্ছেদ্য এবং স্বাভাবিক অংশ হয়ে উঠেছে। লোকজন অফিসের কাজ বাসা থেকে করতে অভ্যস্ত হয়ে উঠেছেন।

কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের এক যুবক এই কাজটিকে যেন আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন। কারণ নিজের বিয়ের আসরে বসেইই ল্যাপটপে অফিসের কাজ করতে দেখা গেছে ওই যুবককে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে বসে বর ল্যাপটপে কাজ করছেন আর তার চারপাশে যা ঘটছে সে সম্পর্কে যেন কোনও ভ্রুক্ষেপই নেই।

সম্প্রতি ছবিটি ‘ক্যালকাটা ইনস্টাগ্রামারস’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। ছবিতে দেখা যায়, কলকাতার এক বর দুই পুরোহিতের সাথে মণ্ডপে বসে আছেন। পুরোহিতরা যখন বিয়ের আচার-অনুষ্ঠান সম্পন্ন করছেন তখনও তাকে ল্যাপটপে অফিসের কাজে মগ্ন থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা রয়েছে, যখন ‘বাড়ি থেকে কাজ’ আপনাকে পরবর্তী স্তরে নিয়ে যায়। এমন একজন বন্ধুকে ট্যাগ করুন যাকে তার বিয়ের সময় এভাবে কাজ করতে দেখা যেতে পারে।

মুহুর্তেই এই ছবিটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ভাইরাল হওয়া এই ছবিতেই অনেকেই বিয়ের আসরে বরের এমন কাণ্ড নিয়ে হাসি-ঠাট্টা করলেও বেশিরভাগই বিষাক্ত কাজের পরিবেশের সমালোচনা করেছেন। যে কাজ একজন ব্যক্তিকে এমনকি নিজের বিয়েও উপভোগ করতে দেয় না।একজন ব্যবহারকারী লিখেছেন, আমি এতে মজার কিছু দেখছি না। কোনও সংস্থাই তার কর্মচারীকে বিয়ের দিনে কাজ করতে বলে না। এই ব্যক্তিকে জীবন এবং কাজের ভারসাম্য শিখতে হবে; যদি এটি সত্যিই হয় এবং সাজানো না হয়! ওই ব্যক্তি যে মেয়েকে বিয়ে করেছেন সৃষ্টিকর্তা তাকে আশীর্বাদ করুন।’

দ্বিতীয় একজন লিখেছেন, ‘বিষাক্ত কাজের সংস্কৃতি প্রচার করবেন না, এটি গর্ব করার মতো কিছু নয়। অন্য আরেকজন বলেছেন, ‘আমি নিশ্চিত নই, এটি সাজানো নাকি বাস্তব। আমি জানি এটি কিছুটা মজার। তবে বিষাক্ত কাজের সংস্কৃতির বৈশিষ্ট্য প্রচার করছে না।’ সূত্র: এনডিটিভি।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: