প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শাহাদুল ইসলাম সাজু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে সেনাবাহিনীতে চাকরির ভূয়া নিয়োগপত্রসহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

   
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ২৯ নভেম্বর ২০২২

সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার নামে ভূয়া নিয়োগপত্র দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতাকে সোমবার রাত সাড়ে ১০ টায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো: মোস্তফা জামান জানান, গ্রেফতার হওয়া প্রত্যারক হচ্ছেন পাশের নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আজমপুর গ্রামের মজিবর রহমানের ছেলে শাহিনুর ইসলাম (৩৩)। জয়পুরহাট জেলা সদরের পাসপোর্ট অফিস এলাকা থেকে সোমবার রাত সাড়ে ১০ টায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় শাহিনুর ইসলামের নিকট থেকে সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার নামে তৈরি করা একটি ভূয়া নিয়োগপত্র, সিল ২টি ও মোবাইল ফোন দুইটি উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিনুর ইসলাম জানায়, ২০১৬ সাল থেকে জয়পুরহাটসহ বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র পরিবারের লোকজনকে চাকরির ভূয়া নিয়োগপত্র দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে অনুসন্ধানে নামে র‌্যাবের গোয়েন্দা বিভাগ। কয়েকদিন আগে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে গ্রেফতারকৃত আসামী শাহিনুর ইসলাম স্থানিয় একজন প্রার্থীর সাথে যোগাযোগ করে চাকরি দেওয়ার জন্য প্রতারণামূলক ভাবে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং একটি ভূয়া নিয়োগপত্র প্রদান করে।

অনুসন্ধানে ঘটনার সত্যতা পেয়ে সোমবার রাত ১০ টায় জেলা শহরের পাসপোর্ট অফিসের সামনে থেকে শাহিনুর ইসলামকে একটি ভূয়া নিয়োগপত্র, সিল ২টি ও মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে। শাহিনুরের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে বলে জানান, র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো: মোস্তফা জামান।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: