সুনামগঞ্জে দেড় কোটি টাকার তক্ষক জব্দ

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ০১:১৯ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যে তক্ষক জব্দ করেছে বিজিবি। কিন্তু এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। বুধবার (৩০ নভেম্বর) সকাল সাতটা সময় উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় গ্রাম থেকে জব্দ করা হয়।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি এর অধীনস্থ লাউরগড় বিওপির সুবেদার মো: সাইদুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাধাঘাট ইউনিয়নের লাউরগড় নামক স্থানে মালিক বিহীন পরিতাক্ত অবস্থায় একটি বাংলাদেশী তক্ষক আটক করে।যার আনুমানিক সিজার মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা। কিছু এর সাথে কাউকে আটক করতে পারেনি।

এঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির পরিচালক মো: মাহবুবুর রহমান জানান, আটককৃত তক্ষকটি বনবিট কায্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: