কক্সবাজারের মাদক কারবারি ইয়াবাসহ নোয়াখালীতে গ্রেফতার ৩

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ০৪:০৯ পিএম

কক্সবাজার জেলার মাদক কারবারি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১১'শ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে গ্রেফতার মাদক কারবারিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এরআগে, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া ব্রীজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিনারা বেগম (৪৫) কক্সবাজার জেলার টেকনাফ থানার ৮ নং হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুস সালামের মেয়ে, আমির উদ্দিন (৪৮) সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের চরপানা গ্রামের আমির উদ্দিনের বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তরবাগ্যা গ্রামের মো. শফি উল্যার ছেলে কামাল হোসেন (৪০)।

এ বিষয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পিপিএম বিডি২৪লাইভকে বলেন,গোপন সংবাদের ভিত্তিত্তে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ১১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার করে। এ সময় কক্সবাজারের ইয়াবা কারবারি মিনারা বেগমের কাছ থেকে ৮'শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: